বিদ্রূপ সংস্কৃতি" (irony culture) বলতে এমন এক সামাজিক প্রবণতা বোঝানো হচ্ছে, যেখানে মানুষ গুরুত্বপূর্ণ বিষয়কেও ঠাট্টা, ব্যঙ্গ বা আত্মবিদ্রূপের মাধ্যমে উপস্থাপন করে — যেন কিছুই সিরিয়াস না। এটি সামাজিক যোগাযোগমাধ্যম, তরুণ প্রজন্মের ভাষা, বা মিম সংস্কৃতিতে বিশেষভাবে দেখা যায়।