ঘোস্ট রাইটার বা একজনের নামে প্রকাশিত লেখা অন্যজনের লিখে দেয়া একটি বহুল প্রচলিত রীতি।
ঘোস্ট রাইটার এককালীন টাকা পেতে পারেন, বেতনভোগী হতে পারেন, রয়্যালটির শতকরা ভাগও পেতে পারেন। এটা নির্ভর করকে যিনি তাকে নিযুক্ত করেছেন বা কমিশন করেছেন তার সংগে লেখকের চুক্তির ওপরে।
কারা এটা করে ও কেন এটা করা হয়?
সাধারনত যেসব লেখক অনেক জনপ্রিয় হন ও তাদের লেখার প্রচুর কাটতি থাকে, তাদের নামে তাদের মতো করে লিখে দ্রুত বই প্রকাশ করার জন্য ঘোস্ট রাইটার নিয়োগ দেয়া হয়।